Powered By Blogger

Monday, 30 November 2020

জাতীয় পরিচয় পত্র অনলাইনে বের করুন ২ মিনিটে

বিসমিল্লাহির রাহমানি রাহিম


আজকে আপনাদের জানাবো কিভাবে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি অনলাইনে থেকে ডাউনলোড করতে হয়। যা আপনাদের ধাপে ধাপে স্ক্রিনশট সহ দেখিয়ে দিবে। চলুন তাহলে দেরি না করে শুরু করি। [ বিঃদ্রঃ আগে সব কিছু ভালোভাবে পড়ুন, তারপর ধাপে ধাপে অনুসরণ করুন।



১। প্রথমে নির্বাচন কমিশনের ওয়েব সাইটে প্রবেশ করুণ: Bangladesh Election Commission 

Home Page
Home page


















  ২। উপরের মেনু থেকে অন্যান্য তথ্য অপশনে চাপুন ( নিচের মত আসবে)




৩। ভোটার তথ্য অপশনে চাপুন, তারপর নিচের স্কিনশট অনুসরণ করুণঃ

৪। মার্ক করা সকল বক্স সঠিক তথ্য দিয়ে পূরণ করুণ। আপনার ফরম নম্বর, সঠিক  ফরম/ স্লিপ নং,  ক্যাপচা গুলো যে আছে ঠিক সেভাবে বড় হাতে হলে বড় হাতের ছোট হাতের হলে ছোট হাতের লিখুন তারপর ভোটার তথ্য দেখুন অপশনে চাপ দিন। তারপরে নিচে তথ্য দেখাবে সেখান থেকে আপনার আইডি নম্বর কপি করুণঃ

ঠিক এই রকম..... লাল খালিতে লেখা নম্বর আপনার আইডি নম্বর। সেটা অনেক সময় 17 ডিজিট, 10 ডিজিট, 13 ডিজিট হতে পারে।
৫। তার পর এই লিংক [Card Download Website]চাপুন অথবা লগইন অপশনে চাপুনঃ


তারপর এইখানে লগইন  অপশনে চাপুন... এরপর একটি নতুন ওয়েব সাইট ওপেন হবে সেখান থেকে রেজিষ্টার অপশন চাপুনঃ

 
৬। এর পর আরেকটি পেইজ আসবে সেখান  আপনার পূর্বে কপিকৃত আইডি নম্বর ও আপনার জন্ম তারিখ ও নিচে প্রদর্শিত ক্যাপচা কোড ব্যবহার করুনঃ
তারপর আপনার ঠিকানা চাইবে সেখানে আপনার ভোটার হওয়াার সময় বর্তমান ও স্থায়ী ঠিকানা যেভাবে দিছেন সেভাবে দিন এর পর আপনার মোবাইল নম্বর দেখাবে সেখানে আপনি বর্তাপাঠান অপশনে চাপুন আর যদি নম্বরটি সাথে না থাকে তাহলে মোবাইল পরিবর্তন করুন অপশনে চেপে আপনার সাথে থাকা মোবাইল নন্বর দিন। সেই  নাম্বারে একটি মেসেজ আসবে সেই মেসেজে থাকা ভেরিফিকেশন কোড  বসান তার পর একটি QR কোড দেখাবে Google Play Store থেকে NID Wallet Apps টি ডাউনলোড করুনঃ 
Install হওয়ার পর ওপেন করুন এবং আপনার স্কিনে দেখানো সেই  QR কেডে স্ক্যন করুন।

স্ক্যান করার পর ফেইস স্ক্যান অপশন আসবে সেখানে আপনার ফেইস ডাানে বামে, মাঝখানে  করুণ ঠিক এপস যে ভাবে লিখা আসবে

শেষ এইবার ওয়েব সাইট অটো আপনার ছবি  আসবে ও   আপনি আপনার   একাউন্টে পাসওয়ার্ড
 দিয়ে দিন  পরে ডাউনলোড অপশনে চাপুন 


তারপর নিচের মত আইডি কার্ড আসবে....... (উল্লেখ্য যারা অনেক পুরাতন ভোটার তারা কিন্তু ডা্নউললোড করতে পারবেন  না, তারা এমনেই লম্বা কপি নিতে পারবেন বা রিইস্যুর জন্য আবেদন করতে পারবেন। বিস্তুরিত পরে আসছে)


পরবর্তীতে আপনি যে কোন সময় লগইন অপশন ইউজ করে আপনার আইডি নম্বর ও পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করতে পারবেন। 
ধন্যবাদ।
যে কোন সমস্যার জন্য কমেন্ট করুণ। আপনার সমস্যা লিখে কমেন্ট করুণ।

1 comment:

  1. আামি একটু আপনার সাথে কথা বলতে চাই।

    ReplyDelete