Powered By Blogger

Thursday 3 December 2020

NID বা জাতীয় পরিচয়পত্রের ভূল সংশোধন ঘরে বসে করবেন যে ভাবে

 বিসমিল্লাহির রাহমানির রাহিম

জাতীয় পরিচয়পত্রে কম বেশি সবার ভূল হয়ে থাকে কোন সময় হইত অপারেটর এর কারণে আবার কোন সময় হয়ত নিজের অজ্ঞাত ভূলের কারণে,  সেই সকল ভূল আপনি এখন ঘরে বসে অনলাইনে সংশোধন করতে পারবেন। আপনাকে আর নির্বাচন অফিসে গিয়ে লাইন ধরতে হবে না। ভূলের ওপর নির্ভর করে সংশোধন হতে কারো 14 দিন আবার কারো 30 দিন আবার কারো 90 দিন ও লাগতে পারে। চলুন ধাপে ধাপে জেনে নেওয়া যাক সংশোধনের পদ্ধতিঃ




১। প্রথমে আপনাকে নির্বাচন অফিসের ওয়েব সাইটে রেজিষ্ট্রেশন করতে হবে, রেজিষ্ট্রেশন করবেন যে ভাবেঃ রেজিষ্ট্রেশন করুন সহজে

রেজিষ্ট্রেশন প্রসেস শেষ করে লগইন করুণ  । 


লগ ইন করার পর উপরে ডান পাশে  এডিট অপশন দেখতে পাবেন সেখানে চাপুন 



 একটি বক্স ভেসে ওটবে বহাল অপশনে চাপুন


তারপর যে তথ্য সংশোধন করতে চান তাতে  টিক মার্ক দিন  এবং ঘরে সঠিক তথ্য লিখুন

এরপর পরর্তী অপশনে চাপুন, আপনার  পরিবর্তনকৃত তথ্য ও আগে তথ্য দেখাবে, ভালো করে দেখে সঠিক হলে পরবর্তী অপশনে চাপুন  এবং এবার টাকা জমার দেওয় সময় Website এ দেখাবে কত টাকা লাগবে নিচের ছবি ধাপ অনুসরণ করে শুধু মাত্র ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেট এর মাধ্যমে টাকা জমা দিন।


তাপর পরবর্তী অপশনে চাপুন এবং প্রয়োজনী কাগজপত্র স্ক্যান কৃত আপলোড করুণ মনে রাখবেন সাইজ যাতে কম হয়  ১ এমবির উপরে হলে আপলোড হবে না।



এরপর  সাবমিট করুন। পরবর্তীতে আপনাকে মেসেজ এর মাধ্যমে জানানো হবে। সংশোধনের মেসেজে আসলে আবার লগইন করে ডাউনলোড অপশন  থেকে ডাউনলোড করে নিন। ধন্যবাদ সবাইকে।

ফিসঃ


প্রয়োজনীয় কাগজ পত্রঃ ( যে ক্ষেত্রে যা প্রয়োজন)

১) জাতীয় পরিচয়পত্রধারীর নাম (বাংলা/ইংরেজি) এবং জন্মতারিখ সংশোধনের ক্ষেত্রে, উক্ত সংশোধনের স্বপক্ষে, ক্ষেত্রমত, নিম্নবর্ণিত কাগজপত্র/তথ্যাদি জমা দিতে হইবে, যথা:-

(ক) শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি/সমমান হইলে এসএসসি/সমমান সনদপত্র;
(খ) শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি/সমমান না হইলে এবং তিনি সরকারি, স্বায়ত্বশাসিত, আধা-স্বায়ত্বশাসিত কিংবা সংবিধিবদ্ধ কোনো সংস্থায় চাকুরীরত হইলে, চাকুরী বই/মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও);
(গ) অন্যান্য ক্ষেত্রে, জাতীয় পরিচয়পত্রধারীর পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদ/ড্রাইভিং লাইসেনস/ট্রেড লাইসেনস/কাবিননামার সত্যায়িত অনুলিপি;
(ঘ) নামের আমূল পরিবর্তনের ক্ষেত্রে, প্রার্থিত পরিবর্তনের যথার্থতা সম্পর্কে গ্রহণযোগ্য দলিলাদি [এসএসসি সনদ/পাসপোর্ট/চাকুরী বই/মান্থলি পেমেন্ট অর্ডার (এমপিও)/ড্রার্ইভিং লাইসেনস, যাহার ক্ষেত্রে যেটি প্রযোজ্য] ছাড়াও ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির কপি;
(ঙ) ধর্ম পরিবর্তনের কারণে নাম পরিবর্তনের ক্ষেত্রে, ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির কপি এবং আবেদনের যথার্থতা সম্পর্কে গ্রহণযোগ্য দলিলাদি (শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেনস/জন্ম নিবন্ধন সনদ, ইত্যাদি যাহার ক্ষেত্রে যেটি প্রযোজ্য)।

(২) বিবাহ বা বিবাহ বিচ্ছেদ বা অন্য কোন কারণে কোনো মহিলা তাহার নামের সহিত স্বামীর নামের অংশ (টাইটেল) সংযোজন বা বিয়োজন বা সংশোধন করিতে চাহিলে, তাহাকে কাবিননামা/তালাকনামা/মৃত্যু সনদ/ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা/বিবাহ বিচ্ছেদ ডিক্রির সত্যায়িত অনুলিপি জমা দিতে হইবে। এক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, প্রয়োজনে, সরেজমিন তদন্ত করিতে পারিবেন।

(৩) পিতা/মাতার নাম সংশোধনের ক্ষেত্রে, জাতীয় পরিচয়পত্রধারীর এসএসসি, এইচএসসি বা সমমান সনদপত্র (যদি উহাতে পিতা/মাতার নাম উল্লিখিত থাকে) এবং জাতীয় পরিচয়পত্রধারীর পিতা, মাতা, ভাই ও বোনের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হইবে। এক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, প্রয়োজনে, সরেজমিন তদন্ত করিতে পারিবেন।

(৪) পিতা/মাতার নামের পূর্বে “মৃত” অভিব্যক্তিটি সংযোজন বা বিয়োজন করিতে চাহিলে, প্রযোজ্য ক্ষেত্রে, পিতা/মাতার মৃত্যু সনদের সত্যায়িত অনুলিপি বা তাহাদের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি ও জীবিত থাকিবার সমর্থনে সংশ্লিষ্ট এলাকার ইউপি চেয়ারম্যান/পৌর মেয়র/কাউনিসলরের প্রত্যয়নপত্র জমা দিতে হইবে।

(৫) ঠিকানা (বাসা/হোল্ডিং/গ্রাম/রাস্তা/ডাকঘর) সংশোধনের ক্ষেত্রে, সঠিক ঠিকানার স্বপক্ষে বাড়ির দলিল/টেলিফোন, গ্যাস বা পানির বিল/বাড়ি ভাড়ার চুক্তিপত্র/বাড়িভাড়া রশিদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হইবে।

(৬) রক্তের গ্রুপ সংযোজন বা সংশোধনের ক্ষেত্রে, উহার স্বপক্ষে ডাক্তারী সনদপত্র জমা দিতে হইবে।

(৭) শিক্ষাগত যোগ্যতা সংশোধনের জন্য জাতীয় পরিচয়পত্রধারীর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হইবে।

(৮) টিআইএন/ড্রাইভিং লাইসেনস নম্বর/পাসপোর্ট নম্বর সংশোধনের ক্ষেত্রে, প্রয়োজনে, টিআইএন সনদ/ড্রাইভিং লাইসেনস/পাসপোর্টের সত্যায়িত অনুলিপি জমা দিতে হইবে।

(৯) অন্যবিধ যে কোনো সংশোধনের ক্ষেত্রে, উক্তরূপ সংশোধনের স্বপক্ষে উপযুক্ত সনদ, দলিল ইত্যাদির সত্যায়িত অনুলিপি জমা দিতে হইবে।

(১০) আবেদনপত্রের সহিত দাখিলকৃত অনুলিপিসমূহ নিম্নবর্ণিত ব্যক্তিবর্গ সত্যায়ন করিতে পারিবেন: (ক) সংসদ সদস্য, (খ) স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি, (গ) গেজেটেড সরকারি কর্মকর্তা, এবং (ঘ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান।

(১১) অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলিয়া গণ্য হইবে।

যে কোন সমস্যার জন্য কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।

No comments:

Post a Comment